অরণ্য কবি উৎস রায়চৌধুরী 
কবিতা শব্দের ঘ্রাণ নেই, 
উৎসব এসে দাঁড়ায়- 
বেহাগ রত্ন চিনে নাও, 
এ আমার ছদ্মনাম 
কোকিলা পুকুর খালি খালি, 
মাসাধিক রোদ, 
জলের কুলে বাড়ি, 
আজ তাই আমার খোঁজ নেই- 
নিয়ামক তুমি এসে দাঁড়াও, 
এই দেখো বন- 
আমার সারা দেহে বন- 
শব্দ আর ভাষার অবিরাম । 
 
 
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন