মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৩

কবিতা - মৃণালকান্তি দাশ

কেউ কি আছে ভালো
মৃণালকান্তি দাশ



নদীর উপর ভাঙা সাঁকো
একটু দূরে টিলা-
গুল্মবাঁধা পথ সরিয়ে
হাঁটছি অবলীলায়।

দীর্ঘ ছায়া, গাছের? মেঘ?
প্রতীক্ষাতে কারা-
বাঘের মত অতর্কিতে
সামনে এসে দাঁড়ায় ।

বন্ধু নাকি! মুখোশ-আটা
বন্ধু খুবই চেনা
ভুবন ব্যাপী অন্ধকারে
বাজার, বেচাকেনার ।

ঠিক জানিনা, আগের মত
কেউ কি আছে ভালো ?
দেয়ালে কার চোখ ফেরানো
আবছা সাদা কালোর ।

২টি মন্তব্য:

  1. ঠিক জানিনা, আগের মত
    কেউ কি আছে ভালো ?
    দেয়ালে কার চোখ ফেরানো
    আবছা সাদা কালোর । সুন্দর কবি তোমার লেখা

    উত্তরমুছুন