প্রার্থনা
হাবিবুল্লাহ রাসেল
ধোঁয়া-কুয়াশার যৌথ মহড়ায়
জেগেছে চা ঘর -
চাদর জড়ানো কোলাহল...
তবু ঘুমবড়ি খেয়ে ঘুমিয়েছে ভোর -
ঘুমানো কলম
টেবিলে ছড়ানো জলছাপ দুঃখ বোধ...
ভাঙা পা, মাথার খুলি,
পোড়া মুখ, নাড়ি ভুঁড়ি... ঘুমানো কলম...
পেয়ালায় পেয়ালায় জলতরঙ্গ - টেবিলে জলছাপ -
শ্রমিকের হাড়, খুলি, ছাই...
কুয়াশা চাদর ছেড়ে জেগে ওঠ
ও ভোর ! ও রোদলক্ষ্মী ভোর...
ধোঁয়া-কুয়াশার যৌথ মহড়ায়
জেগেছে চা ঘর -
চাদর জড়ানো কোলাহল...
তবু ঘুমবড়ি খেয়ে ঘুমিয়েছে ভোর -
ঘুমানো কলম
টেবিলে ছড়ানো জলছাপ দুঃখ বোধ...
ভাঙা পা, মাথার খুলি,
পোড়া মুখ, নাড়ি ভুঁড়ি... ঘুমানো কলম...
পেয়ালায় পেয়ালায় জলতরঙ্গ - টেবিলে জলছাপ -
শ্রমিকের হাড়, খুলি, ছাই...
কুয়াশা চাদর ছেড়ে জেগে ওঠ
ও ভোর ! ও রোদলক্ষ্মী ভোর...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন