সম্পাদকীয় ১
এবছরের শীত হল শুরু । হিমস্পর্শের এই আবহে ‘ক্ষেপচুরিয়ান’–এর নতুন সংখ্যা । মরশুমি ফুলের মতো এখন চারদিকে অসংখ্য ছোট পত্রিকা ফোটার সময় । হাতে লেখা যুগ থেকে পত্রিকার আধুনিক মুদ্রণ যুগে ক্রম উত্তরণ হয়েছে । বর্তমানে তা পৌঁছেছে আধুনিকতম ইন্টারনেট বা ওয়েব যুগে । ওয়েব ম্যাগাজিন এখন অন্যতম বিনোদন মাধ্যম । হাতের মুঠোয় মোবাইলে যখন তখন দেখে নেওয়া যায় এই পত্রিকাগুলি ।
‘ক্ষেপচুরিয়ান’ এখন প্রায় সম্পূর্ণ পত্রিকা । টক, ঝাল, মিষ্টি নানা স্বাদে পরিপূর্ণ । রসিক পাঠক-পাঠিকাদের মনের খোরাক যোগানের দিকে সবসময়ই সচেষ্ট । বাজারি পত্রিকার থেকে এই পত্রিকার বিশেষত্ব আলাদা । বাণিজ্যিক কাগজের মতো জমাখরচের মাথাব্যথা নেই । তাই পত্রিকার সমস্ত শরীর জুড়ে আছে ভালোবাসার ছোঁয়া । একদঙ্গল হৃদয়ের স্বপ্নিল ভালোবাসা মিশে আছে এই প্রচেষ্টাতে । ‘ক্ষেপচুরিয়ান’–এর এই সংখ্যা হয়ে উঠুক শীতের উষ্ণতা । সোনা রোদের ঝলক ছড়িয়ে পড়ুক অন্তর্জাল দুনিয়ায় । সবাই ভালো থাকুন সবখানে সবসময় ।
এবছরের শীত হল শুরু । হিমস্পর্শের এই আবহে ‘ক্ষেপচুরিয়ান’–এর নতুন সংখ্যা । মরশুমি ফুলের মতো এখন চারদিকে অসংখ্য ছোট পত্রিকা ফোটার সময় । হাতে লেখা যুগ থেকে পত্রিকার আধুনিক মুদ্রণ যুগে ক্রম উত্তরণ হয়েছে । বর্তমানে তা পৌঁছেছে আধুনিকতম ইন্টারনেট বা ওয়েব যুগে । ওয়েব ম্যাগাজিন এখন অন্যতম বিনোদন মাধ্যম । হাতের মুঠোয় মোবাইলে যখন তখন দেখে নেওয়া যায় এই পত্রিকাগুলি ।
‘ক্ষেপচুরিয়ান’ এখন প্রায় সম্পূর্ণ পত্রিকা । টক, ঝাল, মিষ্টি নানা স্বাদে পরিপূর্ণ । রসিক পাঠক-পাঠিকাদের মনের খোরাক যোগানের দিকে সবসময়ই সচেষ্ট । বাজারি পত্রিকার থেকে এই পত্রিকার বিশেষত্ব আলাদা । বাণিজ্যিক কাগজের মতো জমাখরচের মাথাব্যথা নেই । তাই পত্রিকার সমস্ত শরীর জুড়ে আছে ভালোবাসার ছোঁয়া । একদঙ্গল হৃদয়ের স্বপ্নিল ভালোবাসা মিশে আছে এই প্রচেষ্টাতে । ‘ক্ষেপচুরিয়ান’–এর এই সংখ্যা হয়ে উঠুক শীতের উষ্ণতা । সোনা রোদের ঝলক ছড়িয়ে পড়ুক অন্তর্জাল দুনিয়ায় । সবাই ভালো থাকুন সবখানে সবসময় ।
একগুচ্ছ কাব্যিক উষ্ণতাসহ ‘ক্ষেপচুরিয়ান’–এর পক্ষে
কবিরুল ইসলাম কঙ্ক
কবিরুল ইসলাম কঙ্ক
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন