মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৩

কবিতা - সাঁঝবাতি

সে7ন – ৩
সাঁঝবাতি



কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে একটা ট্রেন
আর একটা মেয়ে, উলটো দিকে ফিরে দূরে সরে যাচ্ছে

চলে যাওয়া আর ফিরে যাওয়ার মধ্যে
রোদ পড়ে চকচকে হয়ে উঠছে জলরঙের পারফিউম

নাকের পাটার নিচে শুয়ে শুয়ে
গন্ধরা জমে উঠছে ঘামের মত
সুতীব্র হুইসেল শুনতে শুনতে দুরিয়া’রা টানেলে ঢুকতেই
বারবার ঘুমের গুঁড়ো সাদা বালিশ অন্ধকার করে দিচ্ছে ...



1 টি মন্তব্য:

  1. আজ ই দেখলাম প্রথম, এবং দেখে অবাক, প্রচন্ড খুশী ও হলাম, খুব ভালো পত্রিকা...শুভেচ্ছা

    উত্তরমুছুন