মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৩

কবিতা - সাজ্জাদ সাঈফ

তমা সিরিজ | ফড়িং তাড়ানো জীবন
সাজ্জাদ সাঈফ



হাঁটা গলিপথ ধরে গিয়ে যে সূর্যের আলো তেপান্তরের খামে লটকে রইলো পরকীয়ার আঁশটে গন্ধসমেত, নাম জানতে চাওয়া দ্বাররক্ষীর মত আমি তার ছায়াবৃত্তের দাগ ঘষে তুলি দেয়ালের পুঁথি বিবরণী হতে-

মশলা গাঢ় হলে আজ আরও জঘণ্য লাগলো ফুতপাতের চিপ খিচুরী, আর তাইতেই দম জোগাড় করে দাঁত খিলান করতে করতে বুক টান করে লাইটার চাপি সিগারেটের ডগায়, হাওয়াই ওড়নার যুবতী চামেলিকে কলেজ বাসে ওঠা অব্দি চোখ প্রহরায় রাখি।

আকাশের দিকে চাইতেই ভর করে ব্যস্ততাহীন ডানাবাস্তব জীবনের সংকোচ, তুমি পেয়েছো বলো গূঢ় সংকেত, ধনুকের ফলা ছুঁলেই টের পাই তোমার অবদমিত কন্ঠস্বর, প্রেমসত্যের শিয়রে সাজানো খোঁপাবিরহিত চুলের কাঁটায় আমি গুজরান করি ঘ্রাণসন্ন্যাস। বিশ্বময় ঘুরে আসা মিষ্টি হাওয়ার আদ্র চাঁদে তুমি ত্বক ঢেলে দাও আলোবত্‍সল,চলো তমা, বালা পড়া হাতে ফুল ফেরি করা বালিকার চোখে বাগানের ঘাস বুনে বুনে পাড় হয়ে যাব ফড়িং তাড়ানো শুধু তুমিময় একটি জীবন !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন