শনিবার, ২ নভেম্বর, ২০১৩

কবিতা - ইন্দ্রনীল চক্রবর্তী

অধিভৌতিক
ইন্দ্রনীল চক্রবর্তী



চোখ সরে গেলে,
সেপটোপাসের খিদের মত,
মরুশহরের পাশ দিয়ে অপেক্ষায় থাকে,
                              নিঃশব্দ ই-মেল।

তারপর দুটো কবিতা,
অবাক অপেক্ষায় স্ক্রিনে তাকিয়ে থাকা
বিদেশি সিনেমার মত এক অধিভৌতিক প্রেমের
                              এ জগতে আসা।

আমি দিব্যি সুস্থ অবস্থায়,
ওপর নীচ, জল বাজার সব নিয়ে
আয়নার সামনে দূরত্ব যাওয়া সময়
                              ছাড়া কিছু নেই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন