শনিবার, ২ নভেম্বর, ২০১৩

কবিতা - নির্মাল্য চট্টোপাধ্যায়

কবিতার জন্য
নির্মাল্য চট্টোপাধ্যায়



দেয়ালের ফাটলে অথবা না পেরোনো
চৌকাঠে রোদের তপ্ত করতল, দৃশ্য খাদকের
চোখে তাই ভাঁজ করা অভিমান, অথবা
গাথা ইটের মাঝে চুন-সুরকির শুখি সংসার
কিম্বা এসব কিছুই নয়। এভাবেও
ভাবা যেতেই পারে, নিঃসঙ্গ পোস্টারে
অনিয়ত সমকাল অথবা আলোর বৈপরীত্যে
পোস্টবাক্সের প্রতিফলনের নিপাট জ্যামিতি।
এসব গাণিতিক সংকেত, আজ না হয়
একটু হের ফের হোক, এভাবেই না হয়
কিছু অনাহুত দৃশ্য লেখা থাক কবিতায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন