শনিবার, ২ নভেম্বর, ২০১৩

কবিতা - মধুরিমা দত্ত

প্রলাপ
মধুরিমা দত্ত



এক

এভাবেই রিং মাস্টারের হাতে ফুলের তোড়া ধরিয়ে অলৌকিক মেয়েরা
চলে যায় ফুটব্রিজের ওপারে।
পয়মন্ত এক গাফিলতির ফাঁক ধরে চিৎকার করতে করতে
ছুটে আসে শহরের সমস্ত ট্রাক।


দুই


সমস্ত রঙিন মানুষেরা একদিন অক্ষরহীন ভাষার মধ্যে বনভোজনের আরাম খুঁজে পায়। মুদ্রা ও দোষের মাঝে চুপচাপ কেটে যায় আদরের ছোটবেলা।


তিন

এইরকম মিথ্যাচারিতার দিনে জিরাফের কথা মনে পড়ে।
বাক্সের মধ্যে যারা নিয়ে আসতো শ্রেষ্ঠ কাঁটা চামচ,
ভাস্কর্যের মতো তাদের মনে পড়ে
ঠিক এইরকমই এক দিনে।

1 টি মন্তব্য: