শনিবার, ২ নভেম্বর, ২০১৩

দুটি কবিতা - তানভীর হোসেন

দুটি কবিতা
তানভীর হোসেন



শতবর্ষজীবী


যে গ্রামে আমার
নাড়ী পোঁতা,
শতবর্ষ ধরে একটা
বট সেখানে দাঁড়িয়ে।

জটাধারী সন্ন্যাসীর মতো...।

দাদু মরার পর থেকেই
মায়ের পিটুনীর ভয়ে
ওর কাছে পালাতাম আমি।

কারা যেন,সিঁদুর সমেত
আম কলা রেখে যেত,
আমি ভাবতাম,আরে!
এটাইতো রূপকথা!


বন্ধুতা

ধরুন কুকুর পুষছেন
হয়ে উঠছেন ঘনিষ্ঠ সহপাঠী ।
যৌথ থাকছেন,খাচ্ছেন
একান্ত ব্যাক্তিগতও
কিছু থাকছেনা ।

অথচ বিবর্তন ফিতে
একে বন্ধুত্ব বলেনা ।

আসলে এই শব্দটা ভাবলে
যে মুখগুলো আসে ,তারা
কখনো বৃত্ত কখনো সমান্তরাল ।

বন্ধু বলতে তাই
কুকুর নিয়েই দিব্যি চলছে আমার ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন