চোখ দিয়ে
আনসার উল হক
তোমার বাদামি চুলের দাপাদাপিতে
বাতাসে পাই কাঁচমাটির গন্ধ
রঙিন রুমালের ভাঁজে
আলুথালু জীবনকে দেখি অর্ধশায়িত
তোমার পুষ্প পেলব হাতের স্পর্শে জাগে
বেঁচে থাকার তীব্র আকাঙ্ক্ষা ।
ধুলো নিয়ে ঘামে ভিজিয়ে
তুমি ঘর বানাও,
আবার কখনও এলোমেলো তপ্ত প্রশ্বাসে
খানখান হয়ে ভেঙে পড়ে
সাধের তিলোত্তমা ।
পাতা ঝরা পৌষের বিধবা বিকেল
মনে করিয়ে দেয়
তোমার অহেতুক-শঙ্কিত আগমন ।
তোমার বাদামি চুলের দাপাদাপিতে
বাতাসে পাই কাঁচমাটির গন্ধ
রঙিন রুমালের ভাঁজে
আলুথালু জীবনকে দেখি অর্ধশায়িত
তোমার পুষ্প পেলব হাতের স্পর্শে জাগে
বেঁচে থাকার তীব্র আকাঙ্ক্ষা ।
ধুলো নিয়ে ঘামে ভিজিয়ে
তুমি ঘর বানাও,
আবার কখনও এলোমেলো তপ্ত প্রশ্বাসে
খানখান হয়ে ভেঙে পড়ে
সাধের তিলোত্তমা ।
পাতা ঝরা পৌষের বিধবা বিকেল
মনে করিয়ে দেয়
তোমার অহেতুক-শঙ্কিত আগমন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন