দম
পীযূষকান্তি বিশ্বাস
অ্যাংকলেট বুট্ পায়ে জমেছিল এতদিন যতটা মার্চ
হাঁটছি আর হাঁটছি,
হয়না শেষ তবু লেফট রাইট লেফট
পরিবর্তনের হাওয়া নাকি আনবে স্বাধীনতা,
হয়ত আনবে একদিন
আমাদের তবু
ঘড়ির কাটার মত
শুধু ঘুরে যাওয়া যান্ত্রিক
দুপায়ে জমানো শেষ হয়ে গেলে মার্চ
আবার ভরে দেওয়া হবে ‘দম’...
তাকাই সম্মুখে বিস্তর প্রান্তর
সময়ের সমতলে দ্বিমাত্রিক ওরা
কালের ঊর্ধে ওরা ওঠায়নি মাথা
আরো দূরে , বহুদূরে মহাকাশ পারে
ওদের সহোদর বুঝি এমনি আগ্নেয়গিরি
ধোয়া ভরা আগুনে লাভা উগরায়...
আল্পসের পাদদেশে জীউসের সিংহদ্বার
ম্যাসিডোনিয়ার রণভূমি পার হয়ে
উঠে আসে আলেকজ্যান্ডার
উচু শির, ঋজু দেহ, লৌহকঠিন পদযুগলে
ধেয়ে আসে ওরা লেফট রাইট লেফট
র্যাংক ও ফাইলে ।
শতদ্রু দাঁডিয়ে দেখে, দুচোখ ডুবিয়ে দেখে সিন্ধু খরস্রোতা
রোদ-ঝড়-বৃষ্টি নিয়ে, ওদের ক্লান্ত দুপায়ের হাঁটা
করেছে মার্চ ওরা ভরা বর্ষার রণভূমি জুড়ে
পৃথিবীর জল কাদা লেগেছে শরীরে
কখনও বা ওদের ঘোড়ার খুরে ওড়া ধুলোর মেঘে
ঢেকে যায় দু চোখে ঘুমিয়ে নেবার স্বপ্ন,
স্বপ্ন - গঙ্গার দুপারে গড়ে ওঠা সামাজিক জীবন
গঙ্গার ঘাটে ঘাটে তারা গল্প শোনায়
এলোমেলো আকাবাঁকা বোকা ঢেউ গুলি
স্যালুট করে ফিরে যায় ইতিহাস ঘুমে
স্বপ্নেরা ফিরে আসে, বাহিনী সারি সারি
পানিপথ সেজেছে আজ দেখ কুচকাওয়াজে,
চল চল চল , উর্ধগগণে সহশ্র মাদল বাজে
গগন ভেদী রনভেরী মেঘসম গর্জায়
সারিসারি অশ্বারোহী আধুনিক রণসজ্জায়
আধুনিক আরো, অত্যাধুনিক, আর্টিলারী ব্যাটেলিয়ন,
সমরসজ্জায় সৈন্যবাহিনী
তরাইন ধুয়ে বর্ষা এনেছে দুজোড়া বিশ্বযুদ্ধের কাহিনী
যুদ্ধ দেখেছে যুদ্ধ প্যারেড, যুদ্ধ পারমানবিক
মানুষ দেখেছে প্রানীদের ছোটা, প্রানপণে চারিদিক
দিকবিদিক শূন্য করে হতভম্ভ হাহাকার
সৃষ্টির বুকে আগুন জ্বালিয়ে পদাতিক অহংকার
হাঁটছি তবু পৃথিবীর বুকে মহাকাশ পথে মার্চ
সামরিক জীবন সামাজিক জীবনে
কিভাবে মিলাবে পা ?
চন্দ্রপৃষ্ঠে হাঁটছি আমরা , পায়ে জমে আছে পথ
দিবারাত্রি প্রতি শতাব্দী গড়ে তুলি জনপদ
আঁধারের বুকে প্রাণিদের সাথে প্রাণিদের সংগ্রাম
প্রতিটা শতাব্দী যোগ্যতমের উদবর্তনে হাঁটলাম ।
প্রতিটা শতাব্দী তবুও খুঁজে যায়, মানুষের বিবর্তন
স্বাধীন জীবন , সামাজিক জীবন , মানুষের স্বাধীনতার,
একদিন শতাব্দীও শেষ হয়ে যায়
একদিন ডুবে যায় নক্ষত্রও ,
হয়ত একদিন
স্বাধীনতা ফিরে পাবে সে কাল - ইতিহাস
নক্ষত্রের মৃত্যুর সাথে হয়ত থেমে যাবে মার্চও একদিন
পথ শেষ হবে কোন এক ব্লাকহোলের প্রান্তে ।
ব্লাকহোলও হিম হয়ে যায়...
হয়ত বা আবার কোনদিন
উল্টে হিমের চাদর
নতুন ব্রম্মান্ড ফের জ্বলাবে নব উষা ভোর
নতুন সময়, নতুন টাইম, নতুন এক ডেট
ঘড়ির কাঁটা আবার শব্দ করে চলবে
লেফট রাইট লেফট,
লেফট রাইট লেফট ।
অ্যাংকলেট বুট্ পায়ে জমেছিল এতদিন যতটা মার্চ
হাঁটছি আর হাঁটছি,
হয়না শেষ তবু লেফট রাইট লেফট
পরিবর্তনের হাওয়া নাকি আনবে স্বাধীনতা,
হয়ত আনবে একদিন
আমাদের তবু
ঘড়ির কাটার মত
শুধু ঘুরে যাওয়া যান্ত্রিক
দুপায়ে জমানো শেষ হয়ে গেলে মার্চ
আবার ভরে দেওয়া হবে ‘দম’...
তাকাই সম্মুখে বিস্তর প্রান্তর
সময়ের সমতলে দ্বিমাত্রিক ওরা
কালের ঊর্ধে ওরা ওঠায়নি মাথা
আরো দূরে , বহুদূরে মহাকাশ পারে
ওদের সহোদর বুঝি এমনি আগ্নেয়গিরি
ধোয়া ভরা আগুনে লাভা উগরায়...
আল্পসের পাদদেশে জীউসের সিংহদ্বার
ম্যাসিডোনিয়ার রণভূমি পার হয়ে
উঠে আসে আলেকজ্যান্ডার
উচু শির, ঋজু দেহ, লৌহকঠিন পদযুগলে
ধেয়ে আসে ওরা লেফট রাইট লেফট
র্যাংক ও ফাইলে ।
শতদ্রু দাঁডিয়ে দেখে, দুচোখ ডুবিয়ে দেখে সিন্ধু খরস্রোতা
রোদ-ঝড়-বৃষ্টি নিয়ে, ওদের ক্লান্ত দুপায়ের হাঁটা
করেছে মার্চ ওরা ভরা বর্ষার রণভূমি জুড়ে
পৃথিবীর জল কাদা লেগেছে শরীরে
কখনও বা ওদের ঘোড়ার খুরে ওড়া ধুলোর মেঘে
ঢেকে যায় দু চোখে ঘুমিয়ে নেবার স্বপ্ন,
স্বপ্ন - গঙ্গার দুপারে গড়ে ওঠা সামাজিক জীবন
গঙ্গার ঘাটে ঘাটে তারা গল্প শোনায়
এলোমেলো আকাবাঁকা বোকা ঢেউ গুলি
স্যালুট করে ফিরে যায় ইতিহাস ঘুমে
স্বপ্নেরা ফিরে আসে, বাহিনী সারি সারি
পানিপথ সেজেছে আজ দেখ কুচকাওয়াজে,
চল চল চল , উর্ধগগণে সহশ্র মাদল বাজে
গগন ভেদী রনভেরী মেঘসম গর্জায়
সারিসারি অশ্বারোহী আধুনিক রণসজ্জায়
আধুনিক আরো, অত্যাধুনিক, আর্টিলারী ব্যাটেলিয়ন,
সমরসজ্জায় সৈন্যবাহিনী
তরাইন ধুয়ে বর্ষা এনেছে দুজোড়া বিশ্বযুদ্ধের কাহিনী
যুদ্ধ দেখেছে যুদ্ধ প্যারেড, যুদ্ধ পারমানবিক
মানুষ দেখেছে প্রানীদের ছোটা, প্রানপণে চারিদিক
দিকবিদিক শূন্য করে হতভম্ভ হাহাকার
সৃষ্টির বুকে আগুন জ্বালিয়ে পদাতিক অহংকার
হাঁটছি তবু পৃথিবীর বুকে মহাকাশ পথে মার্চ
সামরিক জীবন সামাজিক জীবনে
কিভাবে মিলাবে পা ?
চন্দ্রপৃষ্ঠে হাঁটছি আমরা , পায়ে জমে আছে পথ
দিবারাত্রি প্রতি শতাব্দী গড়ে তুলি জনপদ
আঁধারের বুকে প্রাণিদের সাথে প্রাণিদের সংগ্রাম
প্রতিটা শতাব্দী যোগ্যতমের উদবর্তনে হাঁটলাম ।
প্রতিটা শতাব্দী তবুও খুঁজে যায়, মানুষের বিবর্তন
স্বাধীন জীবন , সামাজিক জীবন , মানুষের স্বাধীনতার,
একদিন শতাব্দীও শেষ হয়ে যায়
একদিন ডুবে যায় নক্ষত্রও ,
হয়ত একদিন
স্বাধীনতা ফিরে পাবে সে কাল - ইতিহাস
নক্ষত্রের মৃত্যুর সাথে হয়ত থেমে যাবে মার্চও একদিন
পথ শেষ হবে কোন এক ব্লাকহোলের প্রান্তে ।
ব্লাকহোলও হিম হয়ে যায়...
হয়ত বা আবার কোনদিন
উল্টে হিমের চাদর
নতুন ব্রম্মান্ড ফের জ্বলাবে নব উষা ভোর
নতুন সময়, নতুন টাইম, নতুন এক ডেট
ঘড়ির কাঁটা আবার শব্দ করে চলবে
লেফট রাইট লেফট,
লেফট রাইট লেফট ।
প্রতিটি লেখাই ভীষণ সুন্দর... ক্ষেপচুরিয়ানস্ দীর্ঘজীবী হোক...আরও ভালো ভালো লেখা উপহার দিক...
উত্তরমুছুন