মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৩

কবিতা - পাভেল আল ইমরান

চোখের ভেতর থিয়েটার লাগিয়েছি
পাভেল আল ইমরান



মুগ্ধ চোখের বস্তা ডুবেছে তোমার বাড়ির চৌহদ্দির ঘাটে। এক নৌকা বোঝাই করে
শুধু খর টেনেছ , বৈঠাতে রক্ত লেগে আছে মরুর বালুতে বিষ্ঠা লুকিয়ে রেখেছে দুষ্টু শিয়াল।
আঁচল থেকে জাহাজের কোলাহল কি শুকিয়ে নিবে নাকি চাবির থোঁকার মতই বেঁধে রাখতে পারবে
ময়ুরের ধর্মঘট। উঠোনে এসব কুমড়ো গাছের মাংসগুলো আর্তনাদে একদফা এনেছে তোমার নাকফুলের স্বাধীনতা দিবস পালনের দাবিতে। এদেরকে বাটার লাগানো একপিছ করে আকাশের টুকরো দিয়ে দাও যেসব ফটোগ্রাফি তুমি এক্ষনি সেরেছ ...
ভাবছ কেন যেদিন থেকে চোখের ভেতর থিয়েটার লাগিয়েছি তুমি শুধু উলঙ্গ নাচকেই শিরোনাম বানিয়েছ।
সারা শরীরের লালা জমা আছে ঠোঁটের হিমালয়ে। এটাকে হিমালয়ই বলি কারণ ভাঙ্গা কাঁচের প্রতিশব্দ উচ্চারণ করতেই কেমন হিজল গাছের নিচে পুকুরটা থেকে সব মাছরাঙ্গা ত্রিগোল রচনা করে ।

1 টি মন্তব্য: