ফেসবুক লেখা-৯৯৯
রঙ্গীত মিত্র
নেশাঋক্তনারী, জীবনের ছক উলটে ক্রমশও ভাসিয়ে নিয়ে যায় ;
ভাসিয়ে নিয়ে যায় সিগারেটের ধোঁয়ার মতো তার চুল
আর আমার মত যে গাঁজা বানানটাই করতে শেখেনি
যে জানে না পাঁইট আর নিপের পার্থক্য কি?
সেখানে ফাঁকা বোতল থেকে অ্যালকোহলের গন্ধে স্ট্রবেরী লেগে আছে।
লেগে আছে সেই সুখ যেখানে পৃথিবীও তার ভার রাখতে পারেনা
অন্যের আকর্ষণ অবলম্বন করে ঘোরে।
যদিও তোমাকে শুনেছি সাহসের ভিতর যদিও এ বিছানা উপত্যকার মতো নির্জন অথচ নয় ;
তবুও হঁকোর কল্কের মতো তারা উঠেছে আকাশে
আমরা দুজনে প্রবল নেশার ভিতর, নক্ষত্রের মতো দেখছি, একে অপরকে।
নেশাঋক্তনারী, জীবনের ছক উলটে ক্রমশও ভাসিয়ে নিয়ে যায় ;
ভাসিয়ে নিয়ে যায় সিগারেটের ধোঁয়ার মতো তার চুল
আর আমার মত যে গাঁজা বানানটাই করতে শেখেনি
যে জানে না পাঁইট আর নিপের পার্থক্য কি?
সেখানে ফাঁকা বোতল থেকে অ্যালকোহলের গন্ধে স্ট্রবেরী লেগে আছে।
লেগে আছে সেই সুখ যেখানে পৃথিবীও তার ভার রাখতে পারেনা
অন্যের আকর্ষণ অবলম্বন করে ঘোরে।
যদিও তোমাকে শুনেছি সাহসের ভিতর যদিও এ বিছানা উপত্যকার মতো নির্জন অথচ নয় ;
তবুও হঁকোর কল্কের মতো তারা উঠেছে আকাশে
আমরা দুজনে প্রবল নেশার ভিতর, নক্ষত্রের মতো দেখছি, একে অপরকে।
রঙ্গীত মিত্র এর কবিতায় বপ্লার কিছু নেই। রঙ্গীতের কলম যথেষ্ট শক্তিশালী
উত্তরমুছুনতন্ময়ের লেখা ভালো লেগেছে ।
উত্তরমুছুনdurdanto lekha...chuye gelo just
উত্তরমুছুন