নক্ষত্রহীনা শহর
অনিমেষ সিংহ
যারা চলে গেল শহরের পথে হেঁটে
আয়নায় উথলে ওঠা সমুদ্র দেখেনি
রাতের রাস্তা ফোঁস করে ফেনা তুলে দাঁড়ায় সম্মুখে
ধ্রুপদী শরীর বেয়ে ফিক হেঁসে বাঁক নেয় আব্দার চাঁদ ।
যারা বর্ষার নাচ শিখেছিল প্রেয়সীর নখে নখ রেখে
তাদের শহর লবনাক্ত আজ
গর্ভাশয়ে কুঁকড়ে থাকে দুর্ভেদ্য অবয়ব গুলো,
তীক্ষ্ণ আলোক শিখায়-
একা বসে থাকি, কখন সবুজ হয়
কখন লাল হয়- লোকায়ত সুর ,জীবনের গান !
#
এখনও রক্তক্ষরণ হচ্ছে আমার দুচোখ ভর্তি
পায়ে পায়ে মিছিল নামে
শহর ছেড়ে যারা যারা চলে গেছে তারা ছিল বোধিবৃক্ষ।
অনিমেষ সিংহ
যারা চলে গেল শহরের পথে হেঁটে
আয়নায় উথলে ওঠা সমুদ্র দেখেনি
রাতের রাস্তা ফোঁস করে ফেনা তুলে দাঁড়ায় সম্মুখে
ধ্রুপদী শরীর বেয়ে ফিক হেঁসে বাঁক নেয় আব্দার চাঁদ ।
যারা বর্ষার নাচ শিখেছিল প্রেয়সীর নখে নখ রেখে
তাদের শহর লবনাক্ত আজ
গর্ভাশয়ে কুঁকড়ে থাকে দুর্ভেদ্য অবয়ব গুলো,
তীক্ষ্ণ আলোক শিখায়-
একা বসে থাকি, কখন সবুজ হয়
কখন লাল হয়- লোকায়ত সুর ,জীবনের গান !
#
এখনও রক্তক্ষরণ হচ্ছে আমার দুচোখ ভর্তি
পায়ে পায়ে মিছিল নামে
শহর ছেড়ে যারা যারা চলে গেছে তারা ছিল বোধিবৃক্ষ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন