সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৩

কবিতা - জয়দীপ মৈত্র

দুটি কবিতা
জয়দীপ মৈত্র



হিমঘর


আমাদের সবার বাইরে একটা করে মানুষ
আর ভেতরে হিমঘর
একদিন ঝড়ে যে ফল কুড়িয়েছি
তার বীজ এখন সর্বত্র ছড়িয়ে
দোলনা থেকে দেশলাই অব্দি শুধুই অস্থিরতা

মাঝেমাঝে জুতো থেকে বালি ঝেড়ে ফেলি



শিরোনামহীন


একেকটা চিঠি আসে
কৃষ্ণগহ্বর হয়ে
শুষে নেয় প্রত্যুত্তর
নক্ষত্রের মতো টুকিটাকি পুড়ে যাই
জিভের আড়ালে
সিঁড়ি ভরে যাচ্ছে মৃত পাখিময় পদক্ষেপে
যে ছায়ার ইতিহাস গাছহীন
সে কোনোমতেই
আমার বিকেল হতে পারে না 
 
 

২টি মন্তব্য: