শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৩

কবিতা - সিদ্ধার্থ বসু

২টি কবিতা
সিদ্ধার্থ বসু



তাপ


হেরে গেছি? জয়োল্লাস সম্পন্ন হল না?
এ কেমন প্রেম,মায়া?কীসের ছলনা?

তোমায় চেয়েছি এত, সেকি শুধু নিজেরই প্রতিষ্ঠা?
মান? শ্লাঘা? আত্মমোহ-বিষ্ঠা?

কেন যে পারিনা হতে সম্পূর্ণ ভিখারী?
ভালবাসতে,কাছে আসতে,নিঃস্ব-অধিকারী |



আমার কথা

আমি, নিজের কথা চেপে রেখেছি বলে
হারিয়ে গেছি অগাধ ঘোলা জলে,
   বৃষ্টি গেছে,রোদে পোড়ার দিন
   হিম-কুয়াশা,পথরেখা বিলীন—
   আমি, বুঝতে গেছি তোমার দুটো কথা
   হয়ে উঠতে গেছি তাদের মুখরতা
   আমি, পাখির মত,বুড়ো গাছের ভাষা
   চিনে, সুদুর থেকে এসে বেঁধেছি বাসা;
   আমি, বুঝতে চেয়ে পাখির কলস্বর
   ভুলে,ভুল করেছি আপন খেলাঘর;
   আমার নিজের কথা বলতে গিয়ে আজ
          তলিয়ে গেছি বোবার ইশারায়,
          জংলি ফুলের মত সরল কাজ
          নীরবে ঝরা,তোমার ধুলোপায়ে |


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন