ভুল
বাপি গাইন
প্রতিটি গলিরই একটা নিজস্ব গন্ধ আছে, গন্তব্য আছে
কিছুদূর পর্যন্ত যা যা থাকার
গলির পর গলি পাল্টেও অবশেষে
একটা নির্ভরযোগ্য অন্ধকারই মানুষ খোঁজে
আস্তানা খোঁজে
খোঁজ মহোদয় সেই শত্রু, যার
প্ররোচনায় আমরা বিনা শর্তে পা দিই
ভালোবাসতে শিখি
ভালোবাসা স্বয়ং খুব মহান বিভূতি কিনা
তাই মাঝেমধ্যই উপাচারে ভুল থেকে যায়।
ভুল মানুষকে কখনও হাতছাড়া করে না, দেবী
একা মানুষ কখনই সেভাবে ভুলও করতে পারে না
ঠিক।
বাপি গাইন
প্রতিটি গলিরই একটা নিজস্ব গন্ধ আছে, গন্তব্য আছে
কিছুদূর পর্যন্ত যা যা থাকার
গলির পর গলি পাল্টেও অবশেষে
একটা নির্ভরযোগ্য অন্ধকারই মানুষ খোঁজে
আস্তানা খোঁজে
খোঁজ মহোদয় সেই শত্রু, যার
প্ররোচনায় আমরা বিনা শর্তে পা দিই
ভালোবাসতে শিখি
ভালোবাসা স্বয়ং খুব মহান বিভূতি কিনা
তাই মাঝেমধ্যই উপাচারে ভুল থেকে যায়।
ভুল মানুষকে কখনও হাতছাড়া করে না, দেবী
একা মানুষ কখনই সেভাবে ভুলও করতে পারে না
ঠিক।
ভালো লাগল কবিতাখানি
উত্তরমুছুনআহা বাপি, অসম্ভব সুন্দর লিখেছিস
উত্তরমুছুন