শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৩

কবিতা - নীলাঞ্জন সাহা

জুতো
নীলাঞ্জন সাহা



অন্তত জুতো হ'লেও দুজনে থাকা যেত
হাঁটা যেত একই রাস্তায়
আমি খন্দে পড়লে ছন্দপতন
হতো তোমার , তুমুল বর্ষায় জলকেলি
করতাম কাদাজলে
ফিরে আসতাম একই ঠিকানায় প্রতিদিন
তারপর সারারাত একে অপরের
পাথর ও কাঁটার ক্ষতে রাখতাম হাত

জুতো হ'লে আরো কত কিছু হতো
একজন ছিঁড়ে গেলে সহমরণে যেতাম
সহজেই ।

1 টি মন্তব্য: