মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০১৪

কবিতা - বিপ্লব গঙ্গোপাধ্যায়

রিমিক্স
বিপ্লব গঙ্গোপাধ্যায়




গৎবাঁধা সঙ্গমের শেষে
টয়ট্রেন
ছোট্ট হাইফেনের মধ্যে দি শা হী ন
ফ্যান্টাসি রেখে গেছে
             ম্যাজিক কৌটায়


মাঞ্জা দেওয়া আঁশবটি
হৃদিতলে
      চুপি চুপি অ- মানব আচ্ছন্নতা
ছাদ ও অধিকার
      বর্গাদখল ঐ বীজভূমি


বিপন্নতা জেনেছি শব্দের
অন্ধ ঢং এ
শরীরঅক্ষর তুলে
মাদকতা
( প্রতিটি পাতাই আজ রঙিন )
আতান্তর
        গরমভাতের পাশে প্রেমশত্রু নীতি 



সীমানাচিহ্নহীন তাপ
ফালাফালা , বিস্ফারিত বেলুনের ভাষা
গ্লোবাল শরীরে
ওমগোলোকের কাছে ঋণী শীতঘুম
জেগে ওঠে
         আব্রুহীন 



উসখুস
মিহিশূন্যে নিউরোসিস
সিগন্যাল পেরিয়ে যাচ্ছে নৈতিক ঘুম
লে হালুয়া
ট্রান্সপোর্টে কত গণ্ডা মাল
গোডাউনে

কবি তুমি শব্দব্রহ্মচারী ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন