বুধবার, ১ জানুয়ারী, ২০১৪

কবিতা – অরুণাচল দত্ত চৌধুরী

মৃত্যুঞ্জয়
অরুণাচল দত্ত চৌধুরী



মৃত্যু ঘোরাফেরা করে। অমলিন থাকি তাকে দেখে।
প্রাচীন সমুদ্রজলে ক্লান্তিহীন অ্যামিবার মত
ধ্বংসের মুখোমুখি বহুখণ্ড করেছি নিজেকে
ক্ষণপদ বাড়িয়েছি বাঁচবার অভ্যাসবশত

ধ্বংসনীল বিষ মাখা… বিনাশের অভিশপ্ত কালে
বিশল্যকরণী খুঁজি, খুঁজে নিই মৃতসঞ্জীবনী।
রণক্ষেত্রে হাত রাখি মৃত সব সাথীর কপালে।
কানে কানে মন্ত্র বলি, শোনো হাল ছেড়ো না এখনই।

আগুনে দগ্ধ হয়ে তবু শিখে গেছি প্রতিদিন
কী ভাবে আগুন জ্বলে, কী ভাবে বা আগুন নেভায়
ধ্বংসেরই শূন্য থেকে শুরু করি এক দুই তিন,
ভালোবাসা লেগে থাকে ভেঙে পড়া সেতুটির গায়।
জীবন কী ভাবে জেতে, সে' কাহিনি যেতে হবে লিখে
কবরে শোবার পরও তাই ফিরি বসতির দিকে…

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন