মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০১৪

কবিতা - অনিমেষ সিংহ

সিমির জন্যে
অনিমেষ সিংহ



৪টা৪২ বিকেল একে শরৎ কাল
তার ওপর আকাশের চোখে চাপা গোঁগানি ছিলো সকাল থেকে।
গ্যাসের নভ টা ঘোরাতেই মেঘ ডাকল ছাদের মাথায়... যা: ক্যাবল লাইনে মাছি !
শেষ সিনটা মিশ।
চা জল চাপিয়ে পকেটে হাত দিয়ে দেখি ফাঁকা
কি বিরক্তিকর ! সিগারেট খেতে দেবেনা
এতোটাই আমাকে প্রেম করে ।
প্রেমের চেয়ে এই মুহূর্তে একটা বিড়ি,দুর ছাই !
গ্যাসের নীল আগুনে আবার ছাই পাঁশ নেই।
বৃষ্টিটা এলো ঝেঁপে,সিমি নিশ্চয়ই একহাঁটু জলে
পাতিহাঁসের মতো সাঁতার দিচ্ছে,
তার অফিসের কৃষ্ণ ছেলেটা
হাত ধরেছে হয়ত কঠিন করে ,
ভিজে যাওয়া ন্যতানো হাত ...

এটা আমার গল্পের প্লট নয় ।
আমার টা তে ভ্রমর,
মেঘ করলে নীল হয় ডানা ,
পূজার ফুলের সাথে তার প্রেম ,
যারা যারা ভেসে যেতে যেতে
পাড়ে উঠতে চায় ।
৪টা৫৩ একটু আঁধার ঝুঁকে এলো কার্নিশে,
পায়রাটা ডিমে বসেছে । আমি ছাতা মাথায় বেরব
সিমিকে খুঁজতে ,
রাস্তার গুমটির ভেতর
ধোঁওয়া
ফিস ফিস করে ছায়াগুলো !
এক প্যাকেট লবঙ্গ ফ্লেভার নিলাম ।
সিমির জন্যে অনেকটা পথ
এখনো বাকি . . . ।

২টি মন্তব্য: