অনির্বাণ…
নির্মাল্য বন্দ্যোপাধ্যায়
আমার ডাকনাম
সবাই ভুলে যাক
কিচ্ছু ক্ষতি নেই
তুমি তো জানো
উদাস উত্সবে
কিভাবে ফিরে আসে
প্রকৃত যৌবন
মনভোলানো
বুকে যে নৌকাটি
অলস ভেসে থাকে
তাকেও চিনে রাখে
নদীর চোখ
আমার আমি যদি
আমাকে ভুলে যায়
সান্ধ্য স্খলনেই
হবো অশোক
এবং তারপর
জমিন ও আশমান
রাতের বুকে পেতে
থাকবে কান
তোমার ঠোঁট থেকে
কখন ঝরে পড়ে
আমার স্মৃতিকথা
অনির্বাণ...
নির্মাল্য বন্দ্যোপাধ্যায়
আমার ডাকনাম
সবাই ভুলে যাক
কিচ্ছু ক্ষতি নেই
তুমি তো জানো
উদাস উত্সবে
কিভাবে ফিরে আসে
প্রকৃত যৌবন
মনভোলানো
বুকে যে নৌকাটি
অলস ভেসে থাকে
তাকেও চিনে রাখে
নদীর চোখ
আমার আমি যদি
আমাকে ভুলে যায়
সান্ধ্য স্খলনেই
হবো অশোক
এবং তারপর
জমিন ও আশমান
রাতের বুকে পেতে
থাকবে কান
তোমার ঠোঁট থেকে
কখন ঝরে পড়ে
আমার স্মৃতিকথা
অনির্বাণ...
Aha! Opurbo
উত্তরমুছুন