বেদনা-সংবেদনার সংলাপ
প্রণব বসুরায়
তখন তোমার সঙ্গে ছিল কেঊ?
তখন আমার সঙ্গে ছিল জলোচ্ছ্বাসের ঢেউ
#
শরীর ঘিরে ছিল কি বল্কল ?
মনে পড়ে না, মনে পড়ে না...ঘুমের কলকল
#
আদ্যোপান্ত ভাবতে পারো আজ ?
পারি, তবে থাক না ঢাকা, লাজ
#
আমার মনে এখনও কম্পন—
জানি, জানি, আমারও স্পন্দন
#
তোমার ঘরে একটি প্রদীপ জ্বালি—
পূর্ণ এসো, মন রেখেছি খালি...
প্রণব বসুরায়
তখন তোমার সঙ্গে ছিল কেঊ?
তখন আমার সঙ্গে ছিল জলোচ্ছ্বাসের ঢেউ
#
শরীর ঘিরে ছিল কি বল্কল ?
মনে পড়ে না, মনে পড়ে না...ঘুমের কলকল
#
আদ্যোপান্ত ভাবতে পারো আজ ?
পারি, তবে থাক না ঢাকা, লাজ
#
আমার মনে এখনও কম্পন—
জানি, জানি, আমারও স্পন্দন
#
তোমার ঘরে একটি প্রদীপ জ্বালি—
পূর্ণ এসো, মন রেখেছি খালি...
ফেব্রুয়ারী ১৯ শে -
উত্তরমুছুনভালো লাগলো - প্রণবদা, পৃথা, তন্ময়, সৌরক, প্রীতম, রঙ্গিত, রাজর্ষি মজুমদার।