অর্থহীন
নারায়ণ জী (মৈথিলী কবিতা)
অনুবাদ - সুবিমল বসাক
অঙ্কুর হয়ে উঠেছে বীজ
মুখ তুলে চেয়ে আছে আকাশের দিকে
কিছু বলার আছে
বিশ্বে দেখাতে হবে তার সৌন্দর্য
#
পৃথিবীর গভীরে যারা জাত
রসাতল থেকে পৃথিবীকে তুলে ধরতে যায়
তারা গেয়ে চলে নিজস্ব ছন্দে,প্রাণরাগ...
#
ফেটে বেরোয় খোসা
অঙ্কুর শেষ হবার পর
অর্থহীন মনে হয়
#
অর্থহীন মনে হওয়ার ভাবনা থেকে
মুক্ত হয়ে
অতি সন্তর্পণে সে ধরে রাখে বীজ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন