ভাষা
বাপি গাইন
আজকাল ভাষা নিয়ে খুব দুঃশ্চিন্তায় আছি।
কি জানি কি স্পর্ধা করে ফেলি ব্যবহারে,
যদি তার কৌলীন্য নষ্ট হয়
যদি ডেকে এনে অপমান করা হয় সেই বান্ধবটিকে
ভয়ে ভয়ে সহজ ভেবেছি তাই,
অযথা জীবন
যাক কিছু দূরে যাক, দড়ি ফেলে
একটু জুড়োক, ঘাস টাস খাক
আমি ব্যাকরণগত ভাবে তাকে
ফেরাতে যাবো না।
বাপি গাইন
আজকাল ভাষা নিয়ে খুব দুঃশ্চিন্তায় আছি।
কি জানি কি স্পর্ধা করে ফেলি ব্যবহারে,
যদি তার কৌলীন্য নষ্ট হয়
যদি ডেকে এনে অপমান করা হয় সেই বান্ধবটিকে
ভয়ে ভয়ে সহজ ভেবেছি তাই,
অযথা জীবন
যাক কিছু দূরে যাক, দড়ি ফেলে
একটু জুড়োক, ঘাস টাস খাক
আমি ব্যাকরণগত ভাবে তাকে
ফেরাতে যাবো না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন