রবিবার, ২ মার্চ, ২০১৪

কবিতা – পার্থ বসু



ঝাঁপ

কুয়াশায় ঘন দিকচক্রবাল দুপাশাড়ি মাঠ।
মধ্য শীত, তবু কিনা এ পর্যন্ত গরমে গরমে কেটে গেল।
এবার জাঁকিয়ে পড়বে । হিমকুহেলির ঝাঁপিজাল
বিছিয়ে দিয়েছে । তবু নির্বিকার যে মেয়েটি হাঁটুজলে হি হি
কাঁপতে কাঁপতে শাড়ির আঁচল ভরে তুলে আনছে
শামুক ? শালুক ? নাকি শাক ? কলম উন্মুখ জানতে
সে তবে ঝাঁপাক ।।

২টি মন্তব্য:

  1. কুয়াশায় ঘন দিকচক্রবাল দুপাশাড়ি মাঠ। 
    মধ্য শীত, তবু কিনা এ পর্যন্ত গরমে গরমে কেটে গেল। 
    এবার জাঁকিয়ে পড়বে । হিমকুহেলির ঝাঁপিজাল 
    বিছিয়ে দিয়েছে । তবু নির্বিকার যে মেয়েটি হাঁটুজলে হি হি 
    কাঁপতে কাঁপতে শাড়ির আঁচল ভরে তুলে আনছে 
    শামুক ? শালুক ? নাকি শাক ?
    কলম উন্মুখ জানতে।সে তবে ঝাঁপাক ।। 

    এইভাবে সাজানো হলে ভালো হতো।

    উত্তরমুছুন