রবিবার, ২ মার্চ, ২০১৪

কবিতা – শুদ্ধসত্ব ঘোষ



যে দরিদ্র মাছ উজ্জ্বল নীল হয়ে ওঠে

(১)
বাজারের কথাবার্তা মর্স কোডের আড়ালে
শঙ্খিনীর আঙুলে চাঁপা রঙ-
দশমহাবিদ্যা প্রথমাবধি অবরোহ-আরোহ;
মাছ, ভণিতাখানি খুলে পড়ো
লিপ্ততাকে আকাশ ও রহস্য দুজনে
এমতকে অবকাশ বলা বিধিসম্মত...

ছ’ফুটের শয্যা কখনো পোড়ে
কখনো মাটিচাপা দেয় উন্মাদের জ্যোৎস্না

(২)

আইভান, আইভান
প্যালাজ্জো আর শাতোর মধ্যে
৩৬০ ডিগ্রী হয়েই বরফ বহুলতা
ও মহাদেশ ঢাকছে,

দেখ আমাদের মিষ্টি মাছটি
অ্যাকুয়ারিয়ামকে সমুদ্র মেনেছে,
মহাসমুদ্র তোমরা মাছঘর করলে
পাইরেট পতাকাগুলো
আজকাল গুপ্ত কিছুতে না...

এবং লালকেল্লাতে ভূত থাকে 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন