রবিবার, ২ মার্চ, ২০১৪

কবিতা – কৌশানী মিত্র



বিষাক্ত উপত্যকা

প্রবল স্পর্শযোগ্য একটা চাপ
যেন সাতসমুদ্র উপুড় হয়ে পড়ছে
আর হাজার বছরের চূড়ান্ত রোমান্টিক অভিযান পেরিয়ে
দুটো পচা লাশ
খসে যাচ্ছে সবুজ মাংসপেশি থেকে
একে একে পোশাক পাল্টাচ্ছে
পাল্টাচ্ছে বিচার
তারপর চুলের রং,চোখের কাঁচ...এভাবে
আশ্চর্য! আপাদমস্তক চরিত্রটাই বদলে গেল
মাঝখান থেকে আমি লিখতে বসলাম কবিতা –
তুমি চললে জমি চষতে

একা যমুনা পথ খুঁজে না পেয়ে
শুকনো হল বিষাক্ত উপত্যকায়



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন