বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০১৪

কবিতা - মৃণাল বসুচৌধুরী

যদি চাও
মৃণাল বসুচৌধুরী



যদি চাও
      মহামান্য কীটেদের
            পোষা হয়ে থাকো
যদি চাও
      মেঘভাঙা বৃষ্টি নিয়ে
            সামনে দাঁড়াও

কুঁড়েঘরে যে জ্বালায় মাটি'র প্রদীপ
যে বাজায় একতারা
        নাভিমূল ঠেলে
        স্রোতের বিপক্ষে গিয়ে যে
        দাঁড়ায় বারুদের স্তুপে
ভরা জ্যোৎস্নায়
        যে গায় মুক্তির গান
শব্দজালে যে কেবল
        অন্তর্মুখী
        দহনবিলাসী
যদি চাও খাঁচা ভেঙে
        তার পাশে শব্দহীন
               একলা দাঁড়াও

যদি এসব না চাও
        পোষ মেনে পড়ে থাকো
                উড়ালবিহীন 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন