বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০১৪

কবিতা - বিভাস রায়চৌধুরী

সন্ধ্যার সন্ন্যাসী
বিভাস রায়চৌধুরী



এমন বিকেল আছে
কোনো উচ্চারণই আর
মেনে নিতে পারি না কিছুতে...

আমার ভাবনা হয়
শব্দের কষ্ট হবে...
প্রয়োজন নেই কোনো
দিগন্তের গুহা থেকে
টেনে-হিঁচড়ে তাকে বের করা ...

বরং এবার
একাই থাকুক শব্দ ...
বেদনা-নির্জন হোক সব সম্ভাবনা !
আমার জীবনে নামে
সন্ধ্যার সন্ন্যাসী ...
জোনাকির মৃদু লেখাপড়া ... 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন