বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০১৪

কবিতা - বৈজয়ন্ত রাহা

দোলের রং
বৈজয়ন্ত রাহা



কাকে তুই মিশিয়ে দিলি ভোরের প্রথম ভ্রুণে?
কাকে তুই আড়চোখেতে দেখিস রে জুঁই ফুল?
কাকে তুই সঙ্গোপনে বলিস ভালবাসি?
কাকে তুই নদী ভেবে , ভাঙ্গতে বসিস কূল...

কাকে তুই আবীর দিলি দোলের পরের দিন?
কাকে তুই বললি হেসে 'রঙ দেওয়াটাও আর্ট'
কাকে তুই খুঁজতে আসিস শুধতে দানের ঋণ,
না-রং কবে পিছলে গেলো --বোতাম খোলা সার্ট?

কাকে তুই ভুলতে বলিস জঙ্গলা দিনের ছোপ
শাড়ীতে উড়িয়েছিলি শরীর জুড়ে হাওয়া
কাকে তুই রাখিস বেঁধে ভুলতে চাওয়া মনে,
কাকে তুই ফেরত দিলি বুকের ভিতর পাওয়া?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন