মায়া ফড়িং
আসলে আমার তেমন কিছুই নেই,
দু'চার আনি কিছু রোদ ছিল
শৈশবে জমানো
প্রতি ভাদ্রে শুকাতে শুকাতে
এখন তলানিতে গিয়ে ঠেকেছে।
আসলে আমার তেমন কিছুই নেই,
সেই কতকাল আগে; এক বন্ধু নির্জনে ডেকে নিয়ে
একটি মায়া ফড়িং দিয়েছিল
সে কেবল জ্যোৎস্না খেয়েই বাঁচে,
এখন বন্ধুটিও নেই!
আমি কতজনকে বলেছি,
তোমাদের পাড়ায় শুধু ঘুম কিনতে এসেছি
বিনিময়ে দিতে পারি, এক একটা নির্জন পথ ...
ভালোবাসা: দূরপাল্লার মেঘ
নীল মেঘে ঢেকে যায় যদি
কোন পুরুষালী দুপুর,
একলা হয়ো না;
খোঁপায় কোন ঘাসফুল গুজে নিয়ে
ওই বারান্দায় এসো,
ঠিক মাথায় উপর যেখানে আকাশ ঘন;
মুখোমুখি দাঁড়িয়ে, দু’নদীর
বুকে চোখ রেখে যদি পারো বলতে
খুব ভালোবাসি, ভালোবাসি ......
শোনো, এভাবে আসো যদি-
দূরগামী কোন হাওয়া নয়, পেতে পারো
দু’ঠোঁটের ফাঁক দিয়ে বয়ে যাওয়া
রোমাঞ্চিত যমুনার দখল!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন