রবিবার, ২ মার্চ, ২০১৪

কবিতা – নির্মাল্য বন্দ্যোপাধ্যায়



সুরাস্বপ্নে, আত্মঘাতী


প্রিয়পিতা, স্ববিনাশী মদ্যপান হোক
বায়বীয় সঙ্গী যার কূটকাব্যময়
সকাম নয়ন যাক শরীর ভ্রমণে
অশালীন ব্রহ্মময় অবৈধ প্রণয়

উলঙ্গ প্রত্যয়ে এসো সুরাস্বপ্ন পানে
আকন্ঠ মাতাল করো সম্যক শাসনে।


বিপর্যস্ত বর্ণমালা, তরল সন্ন্যাসে
ভবিষ্যত ছাই জেনে এ সুখবিলাস
পুরোহিত ঈর্ষা যদি আকাশের চোখে
সত্যমুখে ব্যক্ত হোক মৃত্যু অভিলাষ

আগুন শরীর ছুঁলে কথামালা মন
আত্মঘাত পার হয়ে প্রকৃত দহন।


সহজেই পুড়ে যাবে যত অভিমান
কবিতার চিতাভস্ম অস্তিত্ববিমুখ
জটিল পানীয়ে ভাসে আসন্ন প্রয়াণ
মহুয়ার স্তনে জমে মাতালের সুখ

দশমুখে কটুকথা, ঘুমিয়েছে ক্রোধ
জেগে থাক প্রিয়নাম, সংসারবিরোধ

1 টি মন্তব্য: