বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০১৪

কবিতা - অলক বিশ্বাস

শব্দহীন মেঘালয়
অলক বিশ্বাস



দোলপূর্ণিমা ডেকে গেলে দেখি
সকলেই বৃক্ষ হয়ে গেছে।
চোখে চোখে যা কিছু উজাড় ছিলো তোমার আমার দেখি
এখনও তার কিছু কিছু অবশিষ্ট আছে।

সব ফুল ফোটা শেষ হলে পরে
   ঘেঁটুফুলে অম্লান ভাঁজ
   খুলে যায় পাখনার রঙে
মধ্যবর্তী মাঠ পার করে দাঁড়াও সুজন।

হাওয়া এলে এইবেলা
মাটিতে খেলবো ধুলোখেলা।

ঘাসের নিবিড়ে ফুটে আছো একা একা
গল্গে গল্পে শব্দহীন মেঘালয়ে
দেখেছ বসন্ত এসেছে !



২টি মন্তব্য: