শনিবার, ১৯ এপ্রিল, ২০১৪

কবিতা - অব্যয় অনিন্দ্য



স্বর্গের বৃদ্ধাশ্রম 
অব্যয় অনিন্দ্য


 
স্বর্গে যাচ্ছিলাম 

পথে এক ভিখারী বলল, বেহেস্তে আমার জমিটা বন্ধক পড়ে গেছে,
আর কটা টাকা জমলেই জমিটা ছাড়াতে আসছি ।

এক অন্ধ বলল, আমার তালত ভাই ঈশ্বরের সাথে
কানামাছি খেলাটা শেষ করেই আসছি।

একটা কুকুর বলল,
স্বর্গের সংবিধানে আমাদের অনন্ত যৌবনের দাবীতে আন্দোলন চলছে,
বিলটা পাশ হলেই আসছি।    

অনেক কষ্টে স্বর্গের দুয়ারে আসতেই
ঈশ্বর বলল, আমার বৃদ্ধাশ্রমে স্বাগতম।

অভিযোগ করলাম, আমাকে অনন্ত যৌবনের কথা বলা হয়েছিল।
ঈশ্বর আমতা আমতা করে বলল, কুকুরদের বিলটা পাশ হয়ে গেছে।
তোমাদের জন্য আমি অনেক কষ্টে এই বৃদ্ধাশ্রমটা রেখেছি।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন