লালটুক লালটুক, উৎসুক উৎসুক
ইন্দ্রলেখা ভট্টাচার্য্য
লালটুক
লালটুক, উৎসুক উৎসুক
চোখ
তার চিকিমিকি , মন তার ধুকপুক
বালিহাঁস
উড়ে যায় কদ্দূর !!..কদ্দূর !!
হাওয়া
যেন বুনোহাতী , মাতাল সমুদ্দুর
ঝিলমিলে
চাঁদ ঐ একা-একা,
চুপ-চুপ
আয়না-সাগরজলে
দেমাকী
সে দেখে রূপ
।
রুপোমোড়া
রূপ তার , ঢেউয়ে ভেঙ্গে
চুরমার ,
ভাঙ্গা
তারা হীরেমোতি ঝরে পড়ে টুপটুপ
চোখ
যার চিকিমিকি , মন যার
ধুকপুক
একা
জলে ঢেউ তুলে, কোন
সুখ !!...কোন সুখ !!
বালিহাঁস
উড়ে যায়; কদ্দূর !!..কদ্দূর !!
যেখানে সে স্বপ্নের সোনা
রাজপুত্তুর ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন