ব্যাথা
সুচেতা বিশ্বাস
এই যে রুদ্ধ দুয়ার খুললে
হাতের উপর হাত
সিঁদুর তোমার গালের রং
মেঘ আকাশের সাজ
ব্যাথায় ছিল নুনের কথা
জাফরানী রং দুপূর
চোখের তারায় পিটুনিয়ার
মরসুমী শীত আতুর
শ্বাস থেকে শ্বাস মৃদুল ভাষা
শান্ত কথার মালা
খোলা হাওয়ায় অনেকদিনের
জুরোলো বুকের জ্বালা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন