শুক্রবার, ১৬ মে, ২০১৪

ফাঁস - প্রদীপ বিশ্বাস

ফাঁস
প্রদীপ বিশ্বাস               

       
এক পেয়ালা আঁধার গিলেছিলাম 
অসময় রাস্তার বাঁকে
অজীর্ণতায় চোঁয়া বাষ্প ঢেকুর বাষ্পে আকাশে
কিছু কালো মেঘ উড়েছিলি  
নাভি গুহ্যে আঁধারের বিষাক্ত সুড়সুড়ানি তবু 
তরঙ্গ তোলে বেহায়া বেসু  
নিম্নাঙ্গের কালো দাগটা আর মিশকালো মেঘের
বজ্রপাত মাঝে দুঃসহ জ্বালা
ছাই পোড়া দি
মাকড়সার ছাওয়া জালে মনগড়া সমাজ
আজও ফুসলে ফাঁসায়
গোটা বিতর্ক ফাঁস  


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন