ক্রমশ বাঁচতে চেয়েছিলাম
সুপ্রিয় মিত্র
১।
ভাবতে ভালো লাগে,-
শুধু
ভালোভাবে বাঁচতে চেয়েছিলাম।
শুধু
ভালোভাবে বাঁচতে চেয়েছিলাম।
ছড়ানো টিউবলাইটের আলো
ছড়ানো বই - খাতা
ছাড়া ছাড়া একরাশ মেঘ
মনে করিয়ে দিয়েছে বারবার
কাশ ফুলের মানুষ - নতুন ভোর
আধ খাওয়া আলোর সমারোহ
সব অন্যায় ঘোর
অপার বিরহ।
ছড়ানো বই - খাতা
ছাড়া ছাড়া একরাশ মেঘ
মনে করিয়ে দিয়েছে বারবার
কাশ ফুলের মানুষ - নতুন ভোর
আধ খাওয়া আলোর সমারোহ
সব অন্যায় ঘোর
অপার বিরহ।
তুমি একমাত্র কাছের
ব'লে
বলতে চেয়েছিলাম,
ভালোবাসা সময় জানে না...
আদর-অনাদর সত্যি সত্যিই মাপে না
সময়...
ক্লান্ত পথিক কে করুনা করার কেউ নেই।
সুতরাং... চোখ বুজে আসে। দেখি।
আজ, খড়গপুরের দিকে রেল লাইনের রঙ
কম্পাসের আঙ্গুল বৃদ্ধ - নরম
বলতে চেয়েছিলাম,
ভালোবাসা সময় জানে না...
আদর-অনাদর সত্যি সত্যিই মাপে না
সময়...
ক্লান্ত পথিক কে করুনা করার কেউ নেই।
সুতরাং... চোখ বুজে আসে। দেখি।
আজ, খড়গপুরের দিকে রেল লাইনের রঙ
কম্পাসের আঙ্গুল বৃদ্ধ - নরম
ক্রমশ ফ্যাকাসে...।
২।
অবাক লাগে-
যখন এই অসময়ে বুড়িয়ে যাওয়া,
ফুরিয়ে আসা শরীর সদর পুকুরে ক্লান্তির তরলে
ডুবে থাকে, কিচ্ছু লেখার ক্ষমতা থাকে
না... ঠোঁট ঘেঁষে বিদ্রুপ,
পাঁচিলের আড়ালে হাঁক পেড়ে চলে যায় ...
যখন এই অসময়ে বুড়িয়ে যাওয়া,
ফুরিয়ে আসা শরীর সদর পুকুরে ক্লান্তির তরলে
ডুবে থাকে, কিচ্ছু লেখার ক্ষমতা থাকে
না... ঠোঁট ঘেঁষে বিদ্রুপ,
পাঁচিলের আড়ালে হাঁক পেড়ে চলে যায় ...
ছায়া, আমার মতো
পথিক ও
পথ কে
ধুলোর কোলে
বসিয়ে শান্তি দিল একরত্তি... দুঃখ দিল কত
কবিতা দিল, অক্ষরমাফিক
হাত কেঁপে ওঠার জন্য...
তবু কেন ফাটল দেখা দেয় আকাশের ছায়া নির্মানে ?
বসিয়ে শান্তি দিল একরত্তি... দুঃখ দিল কত
কবিতা দিল, অক্ষরমাফিক
হাত কেঁপে ওঠার জন্য...
তবু কেন ফাটল দেখা দেয় আকাশের ছায়া নির্মানে ?
আমার হাত এ
যাবত কাঁপছেনা
ঠিকঠাক...
কবিতা আসছে... বসছে পাশে... দু'ফোঁটা
জল ফেলছে চোখের... চলে যাচ্ছে...
ছাদের ঘোমটায় শুয়ে থেকে থেকে আমি ,
ফুরিয়ে যাচ্ছি ক্রমশ...
কবিতা আসছে... বসছে পাশে... দু'ফোঁটা
জল ফেলছে চোখের... চলে যাচ্ছে...
ছাদের ঘোমটায় শুয়ে থেকে থেকে আমি ,
ফুরিয়ে যাচ্ছি ক্রমশ...
যতটা ফুরিয়ে গেলে
মৃত্যু বলা
যায় ।
Vai ki likh6is re..sotti commt korbo korbo kore kora ho66ilo na..bt kobita ta motamuti 10-12bar pora hoye ge6e..asadhan..sotti 2r e hobe..chaliye jaaa..r narendrapur er nam rosan kor!!!
উত্তরমুছুনএই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
উত্তরমুছুন