শুক্রবার, ১৬ মে, ২০১৪

বাজিকর - ইমেল নাঈম

বাজিকর
 ইমেল নাঈম
আজ সকালে বাংলা দ্বিতীয় পত্র প্রশ্নপত্রের দিকে চোখ পড়তেই দেখি, "বাজিকর কাকে বলে?" না...এটা কোন হিন্দি সিনেমার চিত্রপট নয়, মারামারিরও কোন দৃশ্যায়ন নেই। তবুও আমি একজনকে চিনি সারা জীবন উনি প্রেমকে বাজি ধরে গেছেন। ভালবেসে নিঃস্ব হয়েছেন। জেতা খেলা হাসতে হাসতে তুলে দিয়েছেন প্রতিপক্ষের হাতে শুধু মাত্র ভালবাসার মানুষকে জেতাবার জন্যে।
তিনি আমাকে বলেছিলেন ভালবাসার বিভিন্ন রঙের কথা। ছয়টি বছর পাশাপাশি থেকে বিচ্ছেদের বিউগল শোনার গল্প। এই সুরকে তিনি সুখ নামেই অবিহিত করেছেন। জামাল খান সড়ক থেকে শুরু করে পাশাপাশি হাঁটার গল্পও ফুটিয়ে তুললেন এই স্মৃতি রোমন্থনের পাতায়। মানুষকে দূরে ঠেলে দেয়ার যেই ইউনিভার্সাল সূত্র আছে সেই সূত্রের শেখার কথাও স্বীকার করে নিলেন অবলীলায়। জানালেন সেই সন্ধ্যায় সব হিসেব মিটে যাবার কথা। এর আগের চল্লিশ দিন হয়ে গেল ইতিহাস।
আমি তার প্রতিটি কথাই মনোযোগ দিয়ে শুনতে লাগলাম। তার চোখের পাতায় কোন কোন হতাশা দেখি নি। বারবার মনে হচ্ছে তিনি ইচ্ছে করেই হেরে গেছেন  এই খেলায়। এদেরকে পরাজিত ভাবি না, বাজিকর ভাবতেই ভালবাসি।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন