সোমবার, ১৬ জুন, ২০১৪

অনুবাদ – সুদীপ্তা চট্টোপাধ্যায়

        দ্বিধা  

(ভাবানুবাদ এভরি ওয়ার্ড  ইজ এ ডাউট ,মেরী ক্রো)




প্রতিটি উচ্চারণে লুকিয়ে দ্বিধা

হয়ত দ্বিধা ছিল চুপ কথাতেও

তবুও

তারই মাঝে ছিল বিশ্বাস




ধীরে ধীরে স্নায়ুর অসাড়তায়

তলিয়ে যাওয়াই ঘুম

জেগে ওঠাও হয়ত এক ধরনের

তলিয়ে যাওয়া

তবুও

ঘুমের পরেই থাকে নতুন করে

জেগে ওঠার আশ্বাস




হঠাৎ হারিয়ে যাওয়া মানেই মৃত্যু

কিংবা হতে পারে সেই দিন পূর্ব নির্ধারিত

জীবন ও কি এক ধরনের হারিয়ে যাওয়া নয়


তবুও দুই হারিয়ে যাওয়ার মাঝেই থাকে বেঁচে থাকা ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন