সোমবার, ১৬ জুন, ২০১৪

দুটি কবিতা - সমর বন্দ্যোপাধ্যায়

অধিবাস






হাওয়ার করাত,  তোমার ও-রাত

এক রাত্রি সমুদ্রবাস

হাওয়ার করাত,  আমার এ-রাত

এক সমুদ্র রাত্রিবাস...







তিরস্কার 





এভাবে চোরের মতো এ-বাড়ি এসো না

আর, বলে শেষবার----প্লে্টে এগিয়ে

দিয়েছিল যে কাটা ফল ---- তাতে


আঙুলের রক্ত লেগেছিল। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন