সোমবার, ১৬ জুন, ২০১৪

তিনটি কবিতা - দেবাশিস মুখোপাধ্যায়

ছোট ছোট কথা  



.



বৃষ্টি
চলে এলো

সব রাগ জল হয়ে

নিভে গেল

আমাদের রান্নাঘর

দুপুরে

জলের গভীরে জল

তোমার চোখ হয়ে

আমার ভিতর স্পর্শ করে গেল






গল্প

সাজাতে সাজাতে নামে সাজে

ভেনাস বিউটি পার্লার

যে নারীর আঙুল তোমার

কেশ চোখ চিবুক স্পর্শ করে গেল

তার জন্য হিংসা তুলে রাখি






একটা বিকেল থেকে

এই বিকেলকে আলাদা করতে

পারছি না আমি

বৃষ্টির ছোঁয়া লাগা

আর একটু সিন্দুর ছুঁইয়ে





এলোচুল গুটিয়ে

গরম চা

সিরিয়াল থেকে ঢুকে পড়ছি

অবৈধে

সীমা আর সীমায় থাকছে না

চুমুকে চলে গেছে .....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন