মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০১৪

কবিতা-আসমা চৌধুরী

খুচরো পয়সা হাজার টাকার নোট হয় না

সময়ের মানিব্যাগ খুলে কেউ কেউ বের করে
আনে রূপোর সিকি,আধুলি কিংবা হাজার টাকার নোট।
একটি খুচরো পয়সা হয়ে লুকিয়ে থাকি অজান্তে
তোমার বুক পকেটের কোণে,যেখানে পাশাপাশি আছে ধোঁয়া ও বিবেক।কিছু সরকারি ইচ্ছে,মূল্যবান
নোটিশ।তুমি যখন হাত ঢুকিয়ে ওদের তুলে নাও,
তুলে নাও আবার রেখে দাও অসাবধানে ছোঁয়া
লেগে যায়।আর এইটুকু পেয়ে ধন্য হয়ে বসে থাকি
দিনের পর দিন।
আমি জানি কখনো খুচরো পয়সা হাজার টাকার
নোট হয় না।তার সে মর্যাদাও নেই।
আমাদের স্নেহ যন্ত্রে লুকিয়ে থাকে সমস্যা আর  সমস্যা...
হয়তো মলিন কোন দিনে ছেঁড়া পকেট গলিয়ে

নেমে যাবো অন্ধকার রাস্তায়...

1 টি মন্তব্য: