জলপাই রোদ
ছড়িয়ে আছে ছাদ মাতালে
মেহেন্দি
রঙ জিগর কিয়া ধূপ বরসাত,
আমার আমি
ছোট্ট আমি খেলাচ্ছলে
রোখকে
রাখা সূরয কি সাতোঁয়া ঘোড়ে।
কেউবা
পাগল দিনেই খোঁজে চাঁদের পাহাড়
নশা কে
ঝুন্ড ফিরসে কাবার অন্ধিগলি,
ঠান্ডা
রোদে ঢেউ খেলে যায় ইকিড় মিকিড়
আয়ী বচপন
হাথ মে লায়ী গুলদস্তা।
কখন যেন
মুখ পালটে আলাদিন জিন
এক তিতলি
দিল চুরা লি পরী জাদু সে,
স্বপ্ন
সায়র ডোবায় ওঠায় ফুলঝুরি দিন
এয় হাসিন জাম ভর লুঁ উসিকি নাম।
বানভাসানিয়া
গ্রাউন্ড ফ্লোরে জল থইথই
বানভাসি দিন ফেড উদাসী
এখানে এখন খোলা হাইড্রান্ট
কাজের ঝাপটা চুলোয় যাঃ!
বানভাসি দিন ফেড উদাসী
এখানে এখন খোলা হাইড্রান্ট
কাজের ঝাপটা চুলোয় যাঃ!
সন্তুর তার বাজে টুংটাং
বৃষ্টি ফোঁটায় ভুলে যাওয়া গান
এখানে এখন আদর ইচ্ছে
খোলা জানলায় বাঁধে বসত।
বৃষ্টি ফোঁটায় ভুলে যাওয়া গান
এখানে এখন আদর ইচ্ছে
খোলা জানলায় বাঁধে বসত।
মেঘালয় থেকে আলোর হুমকি
লক্ষ ভোল্টে চাবুক সপাং
এখানে এখন বিবাদী অতীত
গুমোট গন্ধে ট্রাংক ট্র্যাভেল।
লক্ষ ভোল্টে চাবুক সপাং
এখানে এখন বিবাদী অতীত
গুমোট গন্ধে ট্রাংক ট্র্যাভেল।
দাদুরী মাধুরী জলপিপি সুর
ঋতুস্রাবে সবুজ গাছ
এখানে এখন শিরার ভেতর
কিশোরবেলার বাইচ দৌড়।
ঋতুস্রাবে সবুজ গাছ
এখানে এখন শিরার ভেতর
কিশোরবেলার বাইচ দৌড়।
বন্ধ্যাত্বের
নোম্যান্সল্যান্ডে
পড়ে আছে যত কালো স্মৃতিশব
এখানে এখন উছল মুনিয়া
বাঁচায়, বাঁচার সাধ জাগায়।
পড়ে আছে যত কালো স্মৃতিশব
এখানে এখন উছল মুনিয়া
বাঁচায়, বাঁচার সাধ জাগায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন