কবিতা - মেঘ অদিতি
মেঘ অদিতি
সমাপ্তি
আমাদের মিশে থাকা নিরীহ যাপনে
কারা এসে ঝুঁকে পড়ে মাংসের স্তূপে
লুকোনো জেবের ভেতর 
উঁকি দেয় ঝলসানো ছুরি
কুসুমসঙ্কাশ দিন উড়ে যায় সমাপ্তির সুরে
জমরুদ মেঘেদের দলে বয়সি মুখের ভিড় 
মনে হয়-
মেধা ও প্রজ্ঞার খেলা শেষ হয়ে এল
হাড়ে ত্বকে অবিরাম খুরধ্বনি বেজে
কাঁটাঝোপে একরাশ রাত্রি ঘনায় 
 
 
 
 
 
 
  
 
 
 
 
 
 
 
 
 
 
 
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন