প্রবাহ
বৈজয়ন্ত রাহা
আমিতো জানিনা কিছু , ঘাসেদের বুকে আলোরং মেখে আছি,
পেরোন থেমেছে নাকি... এই আসা
এই যাওয়া.. সবই কানামাছি?
তোমার চোখের ভিতর শান্ত জল
অবসন্ন ভিটে..
ঘর নেই জানো, রোদ্দুর তাও কালসিটে...
মাথায় আকাশ নেই , পথ , পথ , দূর দূর গাঁয়ে,
আমার দিনের খাতা রাখা আছে
পরজন্মের পায়ে...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন