শাশ্বতী সান্যাল-এর দুটি কবিতা
ব্যক্তিগত
ঘুমন্ত
কষের থেকে
যেটুকু
বেরিয়ে আসে সহজে, তা
ব্যক্তিগত
লালা
কাল অব্দি
যুযুধান
দুপক্ষই
নারায়ণী, আজ
হয়ে যাবে
ফয়সালা...
দু পক্ষই
যুযুধান ,
এবং শিরায়
গোত্রে রক্ত
সহজলভ্য
অতি
কষ থেকে
গড়াবেই
মহাভারতের
কথা , বীরত্বের
নীতি পদ্ধতি।
কাল অব্দি
ব্যক্তিগত,
আজ থেকে
খোলা রাস্তা, আজ থেকে
জারজ সময়
ঘুমন্ত
কষের শব্দ
দিব্যি
নিলাম হচ্ছে, কিছুই তো
ব্যক্তিগত
নয় ...
বদলি
নতুন শহরে
এসেই ডাগর চোখে
টেনে চোখ
মারি , বাতাসে ভাসাই শিস
এতোদিন
ঘাড় গুঁজেছি জাহান্নমে
শেষমেশ
এলো বদলিটা, ভাগ্যিস!
এখন বরং
সুস্থ হলাম কিছু
প্রেমিক
ছেলের বাইসেপে চোখ রেখে;
এই শহরের
ছেলেগুলো বেশ ভালো
আসছে ,যাচ্ছে, তাকাচ্ছে
প্রত্যেকে।
দিব্যি
তো খুঁটে খাচ্ছি সেসব চোখে
নিয়ন আলোর
পুরুষ্টু হাতছানি
ডেনিম-টিশার্ট
; সবুজ উপত্যকা
পিছলে যাওয়া
চুড়ান্ত শয়তানি।
উফ...এরকম
উড়ন্ত মরশুমে
সব উড়ে
যাবে বাবরি কিংবা টেরি;
টিভির মধ্যে
শারুখেরা চমকাবে
রাতের বাজারে
পণ্যের হেরাফেরি...
ভাগ্যিস
এলো বদলিটা , নইলে তো
চোখের এমন
ব্যবহার আসত না ,
বিচিত্র
আর বিবিধ মুখের ভিড়ে
শিষ দেয়া
আর পাল্টা জবাব শোনা
বাষ্পে
মিশেছে সুখের সবুজ নেশা ,
আমিই কি
আর থেকে যাব সন্ন্যাসী!
রোদ্দুরে
আর ফিরছিনা ট্যান হতে
রাতের শহরে
দিব্যি সুস্থ আছি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন