সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৪

কবিতা - অলক বিশ্বাস



শ্রী শ্রী বাচিক মঠ
অলক বিশ্বাস


এসেই চলে যাওয়া অর্থহীন
অমন উঁকি বেমানান প্রশস্ত প্রান্তরে
যতটা আড়াল ছিলো কিম্বা ধোঁয়াশা
কাশফুল দিয়েছে তা ভরে
কত সব কথা হয়, কত চিহ্ন এঁকে
দুহাতে আলতো করে তুলি কিঞ্চিৎ খাঁটি

যতটা আমার কাছে সোনা
এবং যতটা মাটি
যে স্বরে ডেকেছো সুমন
নির্লিপ্ত থাকাই কঠিন
এসব নষ্ট কথা সৃষ্টি হলে দেখো
শ্রী শ্রী বাচিক মঠে কতটুকু ঋণ

1 টি মন্তব্য: